কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন
কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন আপনি যদি অনলাইনে গেম খেলে থাকেন তাহলে হয়তোবা ডিসকর্ড কি তা জেনে থাকবেন। কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন তা অনেকেই জানেন না কিন্তু যাদের ডিসকর্ড অ্যাকাউন্ট আছে তাদের জানা প্রয়োজন কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন তো চলুন জেনে নেয়া যাক কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করা যায়
পেজ সূচিপত্রঃ কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন
- ডিসকর্ড সার্ভারে কেন টু ফ্যাক্টর চালু করবেন
- কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন
- কিভাবে ডিসকর্ড সার্ভারের টু ফ্যাক্টর ব্যাকআপ কোড খুজে পাবো
- এন্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করা যায়
- শেষ কথাঃ কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করা যায়
ডিসকর্ড সার্ভারে কেন টু ফ্যাক্টর চালু করবেন
আপনি যদি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম খেলে থাকেন এবং এই গেমগুলোর সাথে যদি ভালোভাবে পরিচিত হয়ে থাকেন তাহলে হয়তো জেনে থাকবেন ডিসকর্ড কি। আজ আমি বলবো কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন কিন্তু তার আগে জেনে নিন ডিসকর্ড সার্ভারে কেন টু ফ্যাক্টর চালু করবেন। আমাদের ডিসকর্ড সার্ভারকে সুরক্ষা রাখার জন্য টু ফ্যাক্টর চালু করা প্রয়োজন।
আরো পড়ুনঃ বাচ্চা হওয়ার কত দিন পর স্ত্রী সহবাস করা যায়?
আপনার ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করা থাকলে আপনার একাউন্টে অন্য কেউ প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে চাইলে একটি কোড দিতে হবে যেই কোডটা শুধু আপনার কাছেই থাকবে। এক কথায় বলা যায় আপনার একাউন্ট কে সুরক্ষা রাখার জন্য টু ফ্যাক্টর চালু করা প্রয়োজন।
কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন
আপনারা হয়তো অনেকেই ডিসকর্ড সার্ভার এ একাউন্ট করে থাকেন আপনাদের ডিসকর্ড সার্ভারের নিরাপত্তার জন্য টু-ফ্যাক্টর চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের বলব কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন তো চলুন দেখে নিন কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন
আপনার ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করতে প্রথমে আপনার ডিসকর্ড অ্যাকাউন্টে লগ-ইন করে নিন। তারপরে আপনার ডিসকর্ড অ্যাকাউন্টে প্রবেশ করে গিয়ার আইকন এ ক্লিক করুন।
তারপরে মাই একাউন্ট এ থাকা অবস্থায় Enable Tow Factor Authentication অপশনে বা লেখার উপর ক্লিক করুন।
কিভাবে ডিসকর্ড সার্ভারের টু ফ্যাক্টর ব্যাকআপ কোড খুজে পাবো
উপরের অংশ পড়ে তো ইতোমধ্যেই জেনে গেছেন কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন। তো এবার চলুন জানা যাক ডিসকর্ড সার্ভারের টু ফ্যাক্টর ব্যাকআপ কোড কিভাবে খুজে পাওয়া যাবে। অনেকেই তাদের ডিসকর্ড একাউন্টে টু ফ্যাক্টর চালু করে কিন্তু অনেক সময় হয়তো মোবাইলে ইনস্টল করা অ্যাপ টি ডিলিট হয়ে যায় তখন ডিসকর্ড একাউন্টে ঢুকতে গেলে কোড ছাড়া ঢোকা যায় না সেজন্য আপনি যদি আগে থেকেই ডিসকর্ড সার্ভারের টু-ফ্যাক্টর ব্যাকআপ কোড জেনে থাকেন তাহলে আপনি খুব সহজেই আপনার ডিসকর্ড এ লগইন করে প্রবেশ করতে পারবেন
প্রথমে আপনার একাউন্টে লগইন করে প্রবেশ করুন। তারপরে গিয়ার আইকন এ ক্লিক করুন
মাই অ্যাকাউন্টে থাকা অবস্থায় নিচের দিকে একটু স্ক্রল করুন View Backup Codes লেখার উপর ক্লিক করুন।
এভাবে আপনি আপনার ডিসকর্ড সার্ভারের টু ফ্যাক্টর ব্যাকআপ কোড খুঁজে পেতে পারেন।
খুঁজে পাওয়ার পর কোডগুলো নোট করে রাখতে পারেন
এন্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করা যায়
অনেকের ল্যাপটপ বা কম্পিউটার নাই সে জন্য অনেকে জানতে চান এন্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন। মোবাইল দিয়েও ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করা যায়। এখন আমি আপনাদের বলবো এন্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন আপনি যদি পোস্টটি পড়ে থাকেন তাহলে মোবাইল দিয়ে কিভাবে ডিসকর্ড সার্ভারের টু ফ্যাক্টর চালু করবেন তা জানতে পারবেন এবং নিজে নিজে তা চালু করতে পারবেন।
-
প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনে ডিসকর্ড অ্যাপ এ যান
-
নিচের বামদিকের কোনায় একটি অপশন পাবেন সেই অপশনে এ ক্লিক করুন
-
তারপর আপনার প্রোফাইল আসবে সেখানে মাই একাউন্ট এ ক্লিক করুন
- এরপর আপনার মোবাইলে Google Authentication App ডাউনলোড করুন এবং ওপেন করুন
- Authentication App থেকে কোড নিয়ে এসে আপনার একাউন্টে কোড দেওয়ার জায়গায় পেস্ট করুন
- তারপর অ্যাক্টিভ করে ফেলুন।
শেষ কথাঃ কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করা যায়
আপনি যদি আজকের পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে আশা করছি ডিসকর্ড সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেছেন। আজকের পোস্টে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন আপনি যদি ভালোভাবে পোস্টটি পড়ে থাকেন তাহলে আপনার ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করতে পারবেন।
কিভাবে ডিসকর্ড সার্ভারে টু ফ্যাক্টর চালু করবেন আজকের এই পোস্ট পড়ার পরে যদি আপনার ডিসকর্ড সার্ভার সম্পর্কে আরো কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
এবং এরকম আরো নতুন নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে নিয়মিত পাবলিশ করা হয় তাই এরকম আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ। ২৩৩৫৭
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url